সাইনোসাইটিস মাথাব্যথার একটি ধরন। এর সঙ্গে ঠান্ডা, সর্দি ইত্যাদি জড়িত
থাকে। সাইনোসাইটিসের লক্ষণের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য
প্রতিদিন অনুষ্ঠানে ৩০৫০তম পর্বে কথা বলেছেন ডা. রাশিফুল হক রিমন।
বর্তমানে তিনি উত্তরা আধুনিক মেডিকেল কলেজের নিউরোমেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : সাইনোসাইটিসের লক্ষণ কী?
উত্তর : সাইনোসাইটিস অনেকটা টেনশন টাইপ হেডেকের মতো। এখানেও ব্যথা মাঝারি থেকে তীব্র হতে পারে অনেক সময়। সাধারণত দেখা যায়, মাথার সামনের দিকে ব্যথা বেশি হয়। যখন সে সামনের দিকে ঝুঁকে, যেমন আমরা নিচু হয়ে যদি কোনো জিনিস তুলতে যাই বা নামাজ পড়তে যাই, তখন ব্যথা করে।
প্রশ্ন : এর সঙ্গে কি অন্য আর কোনো সমস্যা রয়েছে?
উত্তর : এর সঙ্গে তার ঠান্ডাজনিত সমস্যা হতে পারে। যেমন—নাক দিয়ে পানি ঝরা, সর্দি-কাশি এগুলো সম্পৃক্ত থাকতে পারে। এদের বমি বা বমি ভাব, আলোতে, শব্দে অসুবিধা—এসব সমস্যা থাকে না।
বর্তমানে তিনি উত্তরা আধুনিক মেডিকেল কলেজের নিউরোমেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : সাইনোসাইটিসের লক্ষণ কী?
উত্তর : সাইনোসাইটিস অনেকটা টেনশন টাইপ হেডেকের মতো। এখানেও ব্যথা মাঝারি থেকে তীব্র হতে পারে অনেক সময়। সাধারণত দেখা যায়, মাথার সামনের দিকে ব্যথা বেশি হয়। যখন সে সামনের দিকে ঝুঁকে, যেমন আমরা নিচু হয়ে যদি কোনো জিনিস তুলতে যাই বা নামাজ পড়তে যাই, তখন ব্যথা করে।
প্রশ্ন : এর সঙ্গে কি অন্য আর কোনো সমস্যা রয়েছে?
উত্তর : এর সঙ্গে তার ঠান্ডাজনিত সমস্যা হতে পারে। যেমন—নাক দিয়ে পানি ঝরা, সর্দি-কাশি এগুলো সম্পৃক্ত থাকতে পারে। এদের বমি বা বমি ভাব, আলোতে, শব্দে অসুবিধা—এসব সমস্যা থাকে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন